ঈদকে সামনে রেখে হতদরিদ্রদের পাশে  স্বেচ্ছাব্রতী উজ্জীবক ফোরাম

khagrachari- news pic

নিজস্ব প্রতিনিধি:

সামনে ঈদ তাই প্রতিবারের মতো এবারও হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিবরণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন স্বেচ্ছাব্রতী উজ্জীবক ফোরাম। বুধবার বিকালে খাগড়াছড়ি জেলা শহরের স্কাউট ভবনে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বেচ্ছাব্রতী উজ্জীবক ফোরামের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ মাসুদ করিম। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এনএসআই’র উপ পরিচালক আমির হোসেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ,
জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ আজিমুল হক, জাতীয় মহিলা সংস্থা, মাটিরাঙ্গা উপজেলা শাখার সভানেত্রী নিগার সুলতানা, খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজের প্রভাসক মোঃ জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে ১৫০ জন গরীব-দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এদিকে সংগঠনে সাধারণ সম্পাদক মোঃ রানা হামিদ পার্বত্যনিউজকে জানিয়েছেন, ২০১২ সাল থেকে টানা তিন বছর ধরে খাগড়াছড়িতে গরীব ও দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করছেন স্বেচ্ছাব্রতী উজ্জীবক ফোরাম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন