ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতের কবলে পড়ে পুলিশ আহত

31 copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

রামু উপজেলার ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতের কবলে পড়ে আহত হয়েছে এক পুলিশ সদস্য। আহত পুলিশ কনেস্টবল মনছুর আহমদ (২৩) বাইশারী তদন্ত কেন্দ্রের আওতাধীন আলীক্ষ্যং পুলিশ ক্যাম্পে কর্মরত।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টা ৪৫মিনিটের সময় সরকারি কাজে বান্দরবানের উদ্দেশ্যে সিএনজি গাড়ি যোগে যাচ্ছিল আহত পুলিশ কনেস্টবল মনছুর। সড়কের ভোমারিয়া ঘোনা এলাকায় পৌঁছলে ডাকাতের কবলে পড়ে সিএনজি গাড়িটি। এসময় ডাকাত দলের সদস্যদের হামলায় অন্যান্য যাত্রীদের পাশাপাশি গুরুতর আহত হয় সে। যথা সময়ে টহল চৌকিতে পুলিশের টহল দল না আসায় ডাকাতির সুযোগ পেয়েছে বলেও অভিযোগ করেন যাত্রীরা।

খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন বাইশারী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক কৃঞ্চ কুমার দাস ও আবু মুসা। এসআই আবু মুসা এ পার্বত্যনিউজকে জানান, আহত কনস্টেবল বর্তমানে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং ওই ঘটনায় অভিযান পরিচালনার পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন