উখিয়ায় কৃষকলীগের নেতাসহ পুরো পরিবারের বিরুদ্ধে মামলা

মামলা

উখিয়া প্রতিনিধি:

উখিয়ার কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি দিনেশ বড়ুয়াসহ তার পিতা, মাতা, স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। পূর্ব পাইন্যাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা জবর দখলকারীর হাত থেকে রক্ষা করতে গিয়ে ভূমিদস্যু চক্র সদস্যদের রোষানলে পড়েছে এ পরিবার। এলাকায় তদন্ত এসে মামলার ঘটনা সত্যতা না পেয়ে পুলিশও বে-কায়দায় পড়েছে বলে জানা গেছে।

অভিযোগে প্রকাশ, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পূর্ব পাইন্যাশিয়া গ্রামের মৃত বিজয় বড়ুয়ার স্ত্রী মনু বড়ুয়া প্রকাশ মানদা বড়ুয়া, বাদী হয়ে কক্সবাজার আদালতে মামলা দায়ের করেন। যার সিআর মামলা নং- ৩০৪/২০১৬ইং। মামলায় আসামী করা হয় কৃষকলীগের সহ-সভাপতি দিনেশ বড়ুয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও তার পিতা উদয় বড়ুয়া, ভাই প্রকাশ বড়ুয়া, মাতা বিজয় বালা বড়ুয়া ও স্ত্রী সুমি বড়ুয়া।

এদিকে বৃহস্পতিবার উখিয়া থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মঈন উদ্দিন মামলার ঘটনা তদন্ত করার জন্য সরেজমিন পরিদর্শনে এসে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর স্বাক্ষ্য গ্রহণ করেন। পুলিশের স্বাক্ষ্য গ্রহণকালে এলাকার চিন্তা বালা বড়ুয়া (৬০) ও অনিমা বালা বড়ুয়া (৫২) বলেন, মামলার বাদী মানু বালা বড়ুয়া গত প্রায় ৬ মাস পূর্বে পানির কলসি নিয়ে যাওয়া পথে পা পিছলে মাটিতে পড়ে গিয়ে তার পা ভেঙ্গে যায়। এটি এলাকার সবাই জানে। কিন্তু মামলায় উল্লেখ করা হয়েছে গত ২০ আগস্ট মারধর করে তার পা ভেঙ্গে দেওয়া হয়েছে। এ ধরনের বিরাট তথ্যের বিভ্রাট দেখে তদন্তকারী পুলিশ অফিসার থ’বনে যায়।

পূর্ব পাইন্যাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি উদয় বড়ুয়া সাংবাদিকদের বলেন, ‘১৯৯৮ সালে সত্যন্দ লাল বড়ুয়া স্কুলের জন্য ১০ শতক জমি দান করে। তিনি অতিসম্প্রতি মারা গেলে একই এলাকার বিজয় বড়ুয়ার ছেলে সুধির বড়ুয়া ও সুজিত বড়ুয়ার নেতৃত্বে একদল লোক স্কুলের জমি জবর দখল করার অপচেষ্টা চালায়। এ বিষয়টি লিখিত ভাবে উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করলে প্রশাসনের হস্তক্ষেপে জায়গাটি জবর দখল থেকে রক্ষা পায়। এতে ক্ষুদ্ধ হয়ে ভূমিদুস্য চক্রের সদস্য সুধির ও সুজিতের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার স্ত্রী বিজয় বালা কে হামলা চালিয়ে অমানুষিক নির্যাতন ও মারধর চালিয়ে রক্তাক্ত করে। আমার স্ত্রী গুরুতর অবস্থায় অনেকদিন উখিয়া ও কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন ছিল।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং স্কুলের জায়গা জবর দখলে বাঁধা দেওয়ায় আমার পুরো পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা দায়ের করা হয়েছে।’

উখিয়া কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি দিনেশ বড়ুয়া জানান, ‘৬ মাস পূর্বের ভাঙ্গা পায়ের ডাক্তারী সনদ নিয়ে গত মাসের ঘটনা দেখিয়ে আমাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা করা হয়েছে। যা পুলিশ তদন্তে এসে ঘটনার সত্যতা পায়নি। হয়রানী মূলক মামলা থেকে আমাদের পরিবারকে রেহাই দেওয়ার জন্যও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন