উখিয়ায় দেশীয় অস্ত্রসহ এক রোহিঙ্গা গ্রেপ্তার

fec-image

কক্সবাজারের উখিয়ায় একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগানসহ একরাম (৩২) নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। সে রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট সি ব্লকের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে।

গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে-১ ওয়েস্ট-এর এফ ব্লক থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে লম্বাশিয়া পুলিশ ক্যাম্প।

১৪ এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার) নাঈমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, একটি দেশীয় অস্ত্র ও এক রাউন্ড গুলিসহ একজন রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে উখিয়া থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ/১৯ (এফ) মামলা নম্বর ১১০ ধারায় মামলা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন