উখিয়ায় ১৯১ ভরি অবৈধ স্বর্ণসহ চোরাকারবারি আটক

fec-image

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নে অভিযান চালিয়ে ১৯১ ভরি অবৈধ স্বর্ণসহ করিম আলী (৩৭) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিয়াঘোনা এলাকার ঠান্ডা মিয়ার ছেলে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার।

তিনি বলেন, প্রশাসনকে ফাঁকি দিয়ে একটি চক্র অবৈধ স্বর্ণ পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে উপজেলার পালংখালী সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাচার করার চেষ্টা চালায়। খবর পেয়ে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল পালংখালী এলাকায় বিশেষ কৌশলে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশির একপর্যায়ে এক পাচারকারীকে আটক করা হয়।

র‍্যাব-১৫ অধিনায়ক জানান, আটক ব্যক্তিকে তল্লাশি করে ৬টি স্বর্ণের বার, ৪টি নেকলেস, ৩৩টি গলার চেইন, ১৭টি চুড়ি, ৩৫ জোড়া কানের দুল, ১৫টি লকেট, ১২টি নাকফুল, ১৬টি আংটিসহ ১৯১ ভরি ৬ আনা স্বর্ণালংকার পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৬ লাখ  ৯ হাজার ৪শ ৫৯ টাকা।

গ্রেপ্তার চোরাকারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন