৩৩ আনসার ব্যাটালিয়নের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

fec-image

বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে ৩৩ আনসার ব্যাটালিয়নের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে মানিকছড়ির গচ্ছাবিল ৩৩ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের অধিনায়ক মোহাম্মদ সাইফুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্যে দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন ।

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ.কে.এম. নাজমুল হাসান এনডিসি, পিএসসি ৩৩ আনসার ব্যাটালিয়নের সার্বিক মঙ্গল কামনা করে, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা প্রেরণ করেছেন। দিনের শুরুতে ফজরের নামাজের পরে ব্যাটালিয়ন মসজিদে দেশ, জাতি, আনসার বাহিনী ও ৩৩ আনসার ব্যাটালিয়নের সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।

এরপর আনুষ্ঠানিকভাবে পরিচালক মহোদয় জাতীয় পতাকা ও আনসার বাহিনীর পতাকা উত্তোলন করে সকল সদস্যের উপস্থিতিতে বিশেষ দরবার নেন তিনি। দরবার শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় এবং সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আনসার, প্রতিষ্ঠাবার্ষিকী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন