এবার মিলবে জিপিএস চালিত অ্যানড্রয়েড হেলমেট

helmet-655x360
তথ্য প্রযুক্তি ডেস্ক:
ছোটো বেলায় ইচ্ছে ছিল যুদ্ধ জাহাজ ওড়াবেন? নিদেনপক্ষে রকেটে চড়ে সাঁই সাঁই পার বিশ্ব ব্রহ্মাণ্ড? আর আপনাকে কি সব সময় আকর্ষণ করেছে যুদ্ধ জাহাজের হেলমেট? তাহলে নিশ্চিন্তে থাকুন। রকেটে না হোক, আপনার দুধের সাদ ঘোলে মিটবে বাইকের হেলমেটে। হেলমেট মাথায় দিলেই চোখের সামনে পাবেন লাইভ ‘নেভিগেশন’।

শুধু তাতেই ক্ষান্ত নয়। পাবেন মাইক্রোফোনে কথা বলার সুযোগ। রাস্তায় যদি বাইক চালাতে চালাতে ডানদিক বাঁদিক করতে সমস্যা হয় হেলমেটই আপনাকে বলে দেবে কোন দিকে যেতে হবে। কারণ থাকছে লাইভ জিপিএস সার্ভিস। ভাবছেন তা কখনও হয় নাকি? এমনটাই এবার সত্যি করতে চলেছে রাশিয়ার এক হেলমেট প্রস্তুতকারী সংস্থা। এমনকী তৈরি করা হচ্ছে অ্যানড্রয়েড অ্যাপও। থাকছে আপনার মোবাইল ফোনের সঙ্গে কানেক্ট করার ব্যবস্থা।

সূত্রের খবর, আগামী মাসেই বাজারে আসছে এই নয়া হেলমেট। প্রাথমিক ভাবে হেলমেটটি পাওয়া যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপর মিলবে প্রায় গোটা বিশ্ব জুড়েই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন