কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কক্সবাজার জেলা শাখার জরুরি সভা

ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের অনিয়ম ও অসহযোগিতা বন্ধের দাবি

fec-image

ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের অনিয়ম ও অসহযোগিতা বন্ধের দাবি জানিয়েছেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ।

রোববার (১৭ জুলাই) বিকালে সংগঠনটি জরুরি সভায় এই দাবির কথা উপস্থাপন করা হয়।

বিসিডিএসের জেলা সভাপতি আরিফ উল মওলার সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি (সম্পাদক) মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলার ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক বাবু রোমেল মল্লিক।

সভায় প্রতি উপজেলায় উপজেলা কমিটি হালনাগাদ করা, প্রতি উপজেলায় কেমিস্টস সমাবেশ করা, কেন্দ্রীয় সমিতির সদস্য সংগ্রহ, নবায়ন, এমআরপি বাস্তবায়ন নিয়ে আলোচনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় বিসিডিএস জেলা শাখার সহসভাপতি ও চকরিয়া উপজেলা সভাপতি কামাল উদ্দিন, ঈদগাঁও উপজেলা সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টু, উখিয়া উপজেলা সভাপতি ফরিদ আহমেদ, রামু উপজেলা সভাপতি এ কে খান, সাধারণ সম্পাদক আফসার কামাল, জেলা সদস্য রঘু দাশ, নিবেদন কান্তি দাশ, আবু কায়সার লিটন, আশরাফুল আজিজ, তিলক চৌধুরী, মো. ইলিয়াস, রুবায়েছুর রহমান, আবদুল মালেক জাকের, নারায়ণ দাশ, মোহাম্মদ ইউনুছ, ভাস্কর দাশ, অসিম চৌধুরী, আবদুর রহিম, লিটন সেন, রাজু কুমার, রুপন কুমার, জিয়াউল করিম, ইকবাল হোসাইনসহ অর্ধশতাধিক ঔষধ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন