কক্সবাজারে দুই দফা দাবীতে পলিটেকনিক শিক্ষার্থীদের আমরণ অনশন

 আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
দীর্ঘ দিন ধরে সভা-সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ, অবরোধ শেষে এবার আমরণ অনশনে নেমেছে কক্সবাজার পলিটেকনিকের শিক্ষার্থীরা। দুই দফা দাবীতে চলমান ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে বুধবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসের মূল ফটকে এ কর্মসুচি পালন করছে বিক্ষুব্ধ ছাত্ররা। এতে কলেজের সকল কার্যক্রম আচল হয়ে গেছে।

এ দিকে অনশনের কারণে কারিগরী শিক্ষাবোর্ডের পূর্ব নির্ধারিত বুধবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিভিন্ন কলেজ থেকে আগত পরীক্ষার্থীরা অনশন কর্মসুচিতে অংশ নিয়েছে। সাথে তাদের অভিভাবকগণও সংহতি প্রকাশ করতে দেখা গেছে। এর আগে কোন পরীক্ষাও আন্দোলনের কারণে হয়নি।

আন্দোলনকারীরা জানিয়েছে, দীর্ঘ দিন ধরে শান্তিপূর্ণ ও ধারাবাহিক আন্দোলনের পরেও সরকার তাদের দাবী বাস্তবায়ন করছেনা। আগামীতে এ দাবীতে পরিস্থিতি অস্থিতিশীল হলে এর দায়ভার তারা নেবেনা।

গণপূর্ত মন্ত্রণালয়ের ২০০৮ সালের বিতর্কিত বিজ্ঞাপনের সংজ্ঞা পূণঃনির্ধারণ করে আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী বিজ্ঞাপন সংশোধন, সুপার ভাইজারের পরিবর্তে ইঞ্জিনিয়ার পদমর্যাদা ও ডিগ্রী ইঞ্জিনিয়ারদের মতো সুযোগ সুবিধা দানের দাবীতে ছাত্র নেতা আতিকুর রহমান চৌধুরী সুজন, সাজ্জাদ হোসাইন ও মো. ইব্রাহিম এর নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা সংগঠিত হয়ে এ আন্দোলন চালিয়ে যাচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন