কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

IMG_20151109_130921

কক্সবাজার প্রতিনিধি : 

কক্সবাজার শহরে সড়ক ও জনপদ বিভাগের জায়গার উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে ভ্রাম্যমান আদালত। আজ দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শহরের কলাতলীস্থ বাইপাস সড়ক ও জেল গেইট সড়কে জনপদ বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম রাফি।

নিবার্হী ম্যাজিস্ট্রেট জানান, সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে স্থাপনা তৈরি সম্পূর্ণ বেআইনী। আর এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বাইপাস সড়কস্থ মাহমুদুল হক নামে এক ব্যক্তি’র বসতঘরসহ ৮ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে নিবাহী ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ এমদাদসহ কয়েকজন কর্মকর্তা। এছাড়া উপস্থিত ছিল কক্সবাজার সদর থানার একদল পুলিশ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন