কক্সবাজারে ২৯ এপ্রিল স্মরণে উদ্বাস্তুদের শোক র‌্যালী

Coxs-Shok-Rally
স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
২৯ এপ্রিল ১৯৯১ সালের প্রলয়ংকারী ঘুর্ণিঝড়ে নিহতের স্মরণে কক্সবাজারে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের জলবায়ু উদ্বাস্তু বৃহত্তর কুতুবদিয়া পাড়ার প্রায় ৪০ হাজার বাসিন্দা এ ‘শোক র‌্যালী’ আয়োজন করেন। সকাল ৯টায় র‌্যালীটি সমিতিপাড়া বাজার থেকে বের হয়ে শহরের হলিডে মোড়, শহীদ স্মরণী মোড়, পৌরসভা মোড় ও ভোলা বাবুর পেট্টোর পাম্প ঘুরে পৌর কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালীতে কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল কুতুবী, সাবেক পিটিআই সুপার মোহাম্মদ নাছির উদ্দিন সহ উদ্বাস্তু এলাকার সর্বস্তরের লোকজন অংশ নেন।
র‌্যালী শেষে পৌরসভার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে নিহতের আত্মার মাগফেরাত কামনা করে কুতুবদিয়া পাড়া, সমিতি পাড়া, নাজিরারটেক সহ উদ্বাস্তু বিভিন্ন স্থানে দোয়া মাহফিল খতমে কোরআন অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন