কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের উপ-নির্বাচন: প্রতীক বরাদ্দ সম্পন্ন, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

CoxsBazar Poll

স্টাফ রিপোর্টার, কক্সবাজার:

কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। ৩১মার্চ মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ মেছবাহ উদ্দিন এর কার্যালয়ে তিন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। আর প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোঃ মেছবাহ উদ্দিন এর কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়। এ ওয়ার্ডে ৩ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতিদ্বন্ধি প্রার্থী সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন (পাঞ্জাবী), জাবেদ মোহাম্মদ কাইসার নোবেল (উটপাখি) ও কফিল উদ্দিনকে (টিউব লাইট) প্রতিক বরাদ্দ দেয়া হয়। গত ৩০ মার্চ প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন থাকলেও কোন প্রার্থী প্রত্যাহার না করায় ৩ জনই চূড়ান্তভাবে নির্বাচনের মাঠে রয়েছেন।

এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরই প্রার্থীরা নেমে পড়েছেন প্রচার-প্রচারণায়। নির্বাচনী এলাকাগুলোতে দলবেঁধে তারা চালাচ্ছেন প্রচারণা। রাতারাতি পোস্টার, লিফলেট ছাপানোর প্রক্রিয়া চলছে। ঘরে ঘরে যাচ্ছেন প্রার্থীরা।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মেছবাহ উদ্দিন জানান, সকাল ১০ টায় প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দের পর প্রার্থীরা উন্মুক্তভাবে প্রচারনণায় অংশ নিতে পারবেন। তবে নির্বাচনী আচরণ ভঙের মতো কোন অভিযোগ পাওয়া গেলে ওই প্রার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

উল্লেখ্য, কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন খালেদের মৃত্যুতে এ ওয়ার্ডে কাউন্সিলর পদটি শূন্য হয়। আগামী ১৬ এপ্রিল উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ওয়ার্ডে ভোট কেন্দ্র রয়েছে দু’টি। পৌর প্রিপ্যারেটরী স্কুল কেন্দ্র ও মধ্যম বাহারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। দুই কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ১৭টি। মোট ভোটার রয়েছে ৫ হাজার ৬শ’ ২৯ জন। এর মধ্যে পুরুষ ৩ হাজার ১শ’ ৪৩ জন এবং নারী ভোটার রয়েছে ২ হাজার ৪শ’ ৮৬ জন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন