কক্সবাজার সমুদ্র সৈকতে জাপানীদের ব্যতিক্রমী প্রার্থনা

Cox prayer

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
কক্সবাজারে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে ব্যাতিক্রমধর্মী বিশেষ প্রর্থনা অনুষ্ঠান করেছেন জাপান ও বাংলাদেশের শতাধিক পুঁজারী। ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ঙ্করী ঘূর্নিঝড়ে নিহত প্রায় ২ লক্ষ মানুষ ও কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে যে সমস্ত পর্যটকের মৃত্যু হয়েছে তাদের আত্মার শান্তি কামনায় এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে “রিসসো কোসেই কাই” নামে একটি জাপান ভিত্তিক সংগঠনের উদ্যোগে আয়োজিত জাপানীদের এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রার্থনা পরিচালনা করেন, জাপানের হিগাসী সুমিদা ব্রাঞ্চের প্রধান রেভারেন্ড কোইসি সাইতো। “রিসসো কোসেই কাই” এর বাংলাদেশ ব্রাঞ্চ মিনিষ্টার মিৎসুইকি আরিতোমি সহ জাপানের বিভিন্ন সংগঠনের অর্ধশত নের্তৃবৃন্দ ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক পুঁজারী এসময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “কক্সবাজার সমুদ্র সৈকতে জাপানীদের ব্যতিক্রমী প্রার্থনা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন