কচ্ছপিয়ায় কেন্দ্র দখলের চেষ্টায় পুলিশসহ আহত ৬ : বিএনপি প্রার্থী জয়ী

News pic- Ko

নিজস্ব প্রতিনিধি :
বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে রামু উপজেলার কচ্ছপিয়া ও গর্জনিয়া ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে গর্জনিয়ায় আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ও কচ্ছপিয়ায় বিএনপি প্রার্থী আবু মো. ইসমাইল নোমান নির্বাচিত হয়েছে। ভরাডুবি হয়েছে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর। ফলাফলে দেখা যায় বিএনপি প্রার্থী মো. ইসমাইল নোমান ৩ হাজার ৯৮০, আওয়ামীলীগ বিদ্রোহী জাকের আহামদ আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৫৭ এবং আওয়ামীলীগ প্রার্থী নুরুল আমিন নৌকা প্রতিক নিয়ে ৩ হাজার ৫৫৭।

কচ্ছপিয়ায় ১নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম, ২নং ওয়াডে জয়নাল আবেদীন, ৩নং ওয়ার্ডে নুরুল আলম সিকদার, ৪নং ওয়ার্ডে জামাল উদ্দিন, ৫নং ওয়ার্ডে নুরুল আবছার, ৬নং ওয়ার্ডে নজির হোসেন, ৭নং ওয়ার্ডে আবুল কালাম, ৮নং ওয়ার্ডে আবু হান্নান, ৯নং ওয়ার্ডে মুহাম্মদ ইউনুছ।

এদিকে গর্জনিয়া ইউনিয়নে আলোচিত ‘নজরুল’ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪হাজার ১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী গোলাম মাওলা চৌধুরী ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ৩হাজার ২০ ভোট। আওয়ামীলীগ প্রার্থী তৈয়ব উল্লাহ চৌধুরী তৃতীয় অবস্থানে রয়েছেন।

সরেজমিনে দেখা যায়, ২৮ মে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভাবে দুই ইউনিয়নে নির্বাচন শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। শুরুতে প্রত্যেক কেন্দ্রে নারী-পুরুষের দীর্ঘ লাইনের ভোটাররা ভোট দিলেও, দুপুর ১টার পর কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীরকাটা এবতেদায়ী মাদরাসা (৮নং কেন্দ্রে) আওয়ামীলীগ প্রার্থী নুরুল আমিন এর নেতৃত্বে কয়েক শত মানুষ ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০/৬০ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে পুলিশ। এসময় আওয়ামীলীগ প্রার্থীর কর্র্মী সমর্থকদের হামলায় কেন্দ্রে দায়িত্বরত এএসআই খায়রুল, কনস্টেবল বাপ্পি ও রাসেল আহত হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থলের পাশ থেকে দুই জনকে আটক করেছে পুলিশ।

উল্ল্যেখ, কচ্ছপিয়ায় বিকাল ৪টায় যথা নিয়মে ভোট গনণা শেষে বিজয় মিছিল করেন আনারস প্রতিকের কর্মী সমর্থকরা। কিছুক্ষণ পর ধানের শীষের সমর্থকরা গর্জনিয়া বাজারে বিজয় মিছিল করলে দ্বিধাদ্বন্ধে পড়ে কচ্ছপিয়ার জনসাধারণ। সত্যিকারার্থে কে চেয়ারম্যান হয়েছেন সঠিক তথ্য জানতে স্থানীয় সংবাদকর্মীসহ প্রশাসন সংশ্লিষ্টদের কাছ থেকে জানতে চান। এ পরিস্থিতিতে আওয়ামীলীগ বিদ্রোহী ও বিএনপির প্রার্থীর প্রাপ্ত ভোট রামু উপজেলা সদরে পুন: গণনা করা হয়। এতে ২৬ ভোটের ব্যবধানের আবু নোমান মো: ইসমাইলকে বেসরকারী ভাবে চেয়ারম্যান ঘোষনা করেছেন রির্টানিং কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন