কঠোর অনুশীলনের মাধ্যমে সমাজকে আলোকিত করতে হবে

Panchari School pic copy

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা আমায় মুগ্ধ করেছে। কঠোর অনুশীলন করে এভাবেই এগিয়ে সমাজকে আলোকিত করতে হবে। খেলাধুলার পাশাপাশি পড়ালেখায়ও  মনোযোগী হয়ে ভালো ফলাফল করতে হবে। তোমরাই একদিন শিক্ষিত হয়ে মঞ্চে দাঁড়িয়ে কথা বলে দেশকে নিয়ে যাবে উন্নয়নের মূল স্রোতধারায়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পৃথিবীতে এক অনন্য দৃষ্টান্ত।

 জেলার পানছড়ি উপজেলার পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

শনিবার সকাল ১১টা থেকে পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিন্টু বিকাশ চাকমা। অনুষ্ঠানের শুরুতে এক মনোমুগ্ধকর ডিসপ্লে উপস্থাপন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় হাজারো করতালি ডিসপ্লে প্রদর্শনকারীদের দ্বিগুন উৎসাহিত করে তোলে। ডিসপ্লে প্রদর্শন শেষে ছাত্রীদের হ্যান্ডবল উপভোগ করে অতিথিরা। বেলা ১টায় প্রধান অতিথি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করে পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, পার্বত্য জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, এডভোকেট আশুতোষ চাকমা, খগেশ্বর ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আ. জব্বার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা, বিদ্যালয় প্রধান বেলী চাকমা প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন