করোনায় আক্রান্ত এক রোহিঙ্গার মৃত্যু

fec-image

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৭১ বছরের এক বৃদ্ধ রোহিঙ্গা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।এই প্রথম করোনা আক্রান্তে রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভুঁইয়া বলেন, সোমবার রাতে মারা যাওয়া শরনার্থী ৭১ বছরের বৃদ্ধ। তিনি আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও বলেন, ১জুন কক্সবাজার মেডিকেল ল্যাবে যে ৫ জন রোহিঙ্গার করোনা পজিটিভ এসেছে তার মধ্যে একজন পজিটিভ আর অপর ৪ জন ফলোআপ রোগী। এছাড়া এ পর্যন্ত ২৯ করোনা রোগী পজিটিভ হয়েছেন এবং ৩০ জনের অধিক আইসোলেশন (সারি) সেন্টারে চিকিৎসা নিচ্ছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে ২৮৩টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৯৬টি নমুনার ফল আসে পজিটিভ।এর মধ্যে ৫ রোহিঙ্গাও রয়েছে।

করোনা পজিটিভ শনাক্ত হওয়া রোহিঙ্গারা হচ্ছেন উখিয়ার ক্যাম্প-৭ ব্লক-এ ইসমত আরা(১৮), ক্যাম্প-৯ বল্ক-এ৪ এর আবু সৈয়দ(৭৪), ক্যাম্প-৬ সৈয়দ আলম(৩৬), কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প ব্লক-সি সাইট-২১ ৫নং বাড়ীর আবুল করিম(৭১) এবং ক্যাম্প-৬ ব্লক-ই ৩ এর নুর জাহান(২৪)। এছাড়া এদিন ক্যাম্পে দুটি আন্তর্জাতিক সংস্থার ডাক্তার ও স্বাস্থ কর্মীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

এদিকে প্রথম কোনো রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবরে শরণাথী শিবির গুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। রোহিঙ্গা মাঝিরা জানিয়েছেন, করোনায় তাদের একজনের মৃত্যূর খবরে লোকজন ভয়ে আছে। তাদের অভিযোগ রোহিঙ্গাদের কেউ এ ভাইরাসে আক্রান্ত ছিল না। মুলত ক্যাম্পে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে আগত আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে কর্মরতদের মাধ্যমে এ ভাইরাসটি তাদের মধ্যে ছড়িয়েছে। আর ক্যাম্পগুলো ঘন বসতি হওয়ায় সবচেয়ে ঝুঁকিতে এখন রোহিঙ্গারা। তাদের মতে, ক্যাম্পগুলোতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ রোধে চোখে পড়ার মতো কার্যক্রম নেওয়া হয়নি। কীভাবে এই ভাইরাস থেকে নিজেকে রক্ষা করা যায়, সেটি অনেকেই এখন পর্যন্ত জানে না।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আক্রান্ত, করোনায়, রোহিঙ্গার মৃত্যু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন