করোনায় তিন জনের মৃত্যু, শনাক্ত ৫২১

fec-image

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩ জন মারা গেছেন। এ সময়ে শনাক্ত হয়েছেন ৫২১ জন। গতকাল শনাক্ত ছিল ৮১৪ জন। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৫২ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ।

সোমবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আজকের ৩ জন্য নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হলো ২৯ হাজার ২০৩ জনের এবং শনাক্ত হলেন ১৯ লাখ ৯০ হাজার ৩৭৫ জন।

এ দিন সুস্থ হয়েছেন এক হাজার ১০৫ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৯০ হাজার ৩৭৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৯৪৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৫২টি। এখন পর্যন্ত ১ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ১৩ দশমিক ১৮ শতাংশসহ এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১৮ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুই জন পুরুষ এবং একজন নারী। বয়স বিবেচনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন। মৃত্যুবরণকারীরা সবাই ঢাকায় অবস্থান করছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা, মৃত্যু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন