কাউখালীর দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসাসেবা

fec-image

কাউখালীর ফটিকছড়ি ইউনিয়নের দুর্গম জনপদ ডোবাকাটা গ্রামে সাধারণ পাহাড়িদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পিংয়ের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি জোনের আওতাধীন ১১ ইবি।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা চলে বিনামূল্যে এ চিকিৎসা সেবা।

রাঙামাটি সদর জোনের আয়োজনে ফ্রি মেডিকেল কেম্পিংয়ে উপস্থিত ছিলেন কাউখালী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ফুয়াদ আল ইসলাম, মেডিকেল ক্যাম্পিং এ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন, রাংগামাটি সিএমএইচ এর ডা. মেজর সঞ্জয় কান্ত নাথ, কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিভাগের প্রধান ডা. নাফিস ইমতিয়াজ এমবিবিএস।

এসময় প্রায় ২৫০ জন সাধারণ পাহাড়িকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্রগ্রামে পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠীকে নিয়মিত চিকিৎসাসেবার অংশ হিসেবে এসব সেবা প্রদান করে আসছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাউখালী, পাহাড়, সেনাবাহিনী. চিকিৎসাসেবা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন