কাপ্তাইয়ে আগর বাগানের গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা!

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই আগর বাগানের ৭০টি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। ফলে চাষীদের মধো চাপা উত্তেজনা দেখা দিয়েছে।

পার্বত্য চট্রগ্রামের দক্ষিণ বন বিভাগের অংশীদার ভিত্তিত্বে আগর চাষ কাপ্তাই রেঞ্জের কামিলাছড়ি বন বিটে ২০০৭-২০০৮ সালের সৃজন কৃর্ত আগর চাষীদের ৭০টি আগর গাছ দুর্বৃত্তরা করাত দিয়ে কেটে সাবার করে দিয়েছে। গাছগুলো কাটার খবর পেয়ে আগর চাষীদের মধো চাপা ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

ক্ষতিগ্রস্থ আগর চাষী কাজল জানান, এ গাছের জন্য দীর্ঘ ১২/১৩ বছর লাখ লাখ টাকা খরচ করেছি। কিন্ত কোন নিরাপত্তা পাইনি। দূর্বৃত্তরা প্রতিনিয়ত আমাদের ক্ষতি করে চলছে।

তিনি আরও জানান, কর্তনকৃর্ত গাছের ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা।

আগর বাগান সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল জানান, বন বিভাগ আমাদের চাষ করার জায়গা দিয়েছে কিন্ত কোন নিরাপত্তা দেয়নি। ফলে দুর্বৃত্ততারা আমাদের আগর চাষীদের ক্ষতি করে চলছে। আমরা আগর চাষীদের ক্ষতিপূরণসহ দুর্বৃত্ততদের আইনের আওতায় এনে শাস্তি দাবি জানাচ্ছি।

শুক্রবার (১৫ মার্চ) কাপ্তাই রেঞ্জকর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। তবে এভাবে গাছগুলো কেটে ধবংস করা ঠিক হয়নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাইয়ে আগর বাগানের গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা!
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন