কাপ্তাইয়ে দূরারোগ্য রোগে আক্রান্তদেরকে বাঁচানোর জন্য রবি ঢাটা ক্যাম্প অনুষ্ঠিত

Robi

কাপ্তাই (রাঙ্গামটি) উপজেলা সংবাদদতা :

কাপ্তাইয়ে দূরারোগ্য ব্যাধী ওরাল হিউম্যানজিউমায় আক্রান্ত রাশেদুল হাসান সোহাগ ও থ্যালাসিমিয়া আক্রান্ত কামালকে বাঁচাতে রবি চলমান ঢাটা ক্যাম্পেইন এর উদ্যোগে শনিবার কাপ্তাই উচচ বিদ্যালয়ে বিকাল ৩টায় রবির সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে শিক্ষার্থীাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় সভায় বক্তরা বলেন, কাপ্তাইয়ের এ দু’জনকে বাঁচানোর জন্য বিভিন্ন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান হতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানানো হয়। এ ছাড়া রবি ঢাটা এখন থেকে বিভিন্ন সুযোগ সুবিধাসহ গ্রাহকদের অফার দিচেছ তা গ্রহণ করার জন্য শিক্ষার্থীদের আহবান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌঃ আবদুল লতিফ, একে,খান লিঃ এর জোনাল ম্যানেজার সোহেল আহমেদ,পলিটেকনিক শিক্ষক সিরাজুল ইসলাম,শিক্ষক ও আয়োজক মোজাম্মেল হোসেন, সমাজ সেবক কাজী মাকসুদুর রহমান বাবুল,মোশাররফ হোসেন সেলিম,আবুল কালাম,শিক্ষক হারুনুর রশিদ,সাংবাদক কবির হোসেন,মোশাররফ হোসেন,নজরুল ইসলাম লাভলু, জয় টেলিকম ডিস্টিবিইটার মোঃ হেলাল, মুন্না ও মহাসিনসহ সর্বস্থলের গন্যমান ব্যাক্তিবর্গ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন