কাপ্তাই নতুন বাজারে অগ্নিকাণ্ড

NATUN BAZAR copy

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই নতুন বাজার আবাসিক এলাকায় গ্যাসের চুলা হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতি প্রায় ৫ লাখ টাকা বলে তাৎক্ষনিক জানা যায়। অল্পের জন্য রক্ষা পেয়েছে কাপ্তাই নতুনবাজারের পাঁচ শতাধীক দোকান ও ঘর।

রোববার বেলা  ১১টার দিকে কাপ্তাই নতুন বাজারের খোকন চৗধুরীর বসবাসরত ছাত্রদের নিকট ভাড়া দেওয়া মেস’র গ্যাসের চুলা হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে করে ৩য় তলা ও নুর কবির এর দ্বিতীয় তলা আগুন লেগে সম্পুর্ণ পুরে যায়। আগুন লাগার সাথে সাথে কাপ্তাই ফায়ার সার্ভিস ও নৌ বাহিনী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সাহায্যে করে।

এলাকার লোকজন বলেন, নৌ বাহিনী ফায়ার সার্ভিস না হলে সম্পুর্ণ বাজার পুড়ে ছাই হয়ে যেত। আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন, নতুন বাজার সমিতি, ইউপি চেয়ারম্যান, বিজিবির লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিভাতে গিয়ে ইলিয়াছ নামের এক ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে মেসে ভাড়া থাকা ছাত্রদের বইপত্র, ল্যাপটপ, প্রয়োজনীয় জিনিসপত্র এবং ঘরের মালিকদের আসবাবপত্র, ফ্রিজ সম্পুর্ণ পুড়ে যায়। কাপ্তাই ১৯ বিজিবির পক্ষ হতে ক্ষতিগ্রস্তদের এক সপ্তাহ খাবার দেওয়ার কথা জানান।

কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌঃ আব্দুল লতিফ  বলেন, ১৭ এপ্রিল কাপ্তাই নতুন বাজার কেপিএম টিলায় অগ্নিকাণ্ডে ৩৩টি ঘর পুরে যেতে না যেতেই আবার নতুন বাজার আগুন  লাগল। তাই আগুন থেকে আমাদের সকলের সাবধান থাকতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন