কাপ্তাই পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক ও ছাত্রকে মারার ঘটনায় আটক-২

কাপ্তাই, প্রতিনিধিঃ

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনটিস্টউটের এক শিক্ষক ও ছাত্রকে স্থানীয় কিছু যুবক মারধোরের অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

অভিযোগ সুত্রে জানা যায় সম্প্রতি সুইডিশ ছাত্রাবাসে একটি মোবাইল খোয়া এবং চুরির ঘটনাকে কেন্দ্র করে (বুধবার) রাতে স্থানীয় ইংকি বড়ুয়াকে পলিটেকনিক কিছু শিক্ষার্থী মোবাইল চোর বলে মারধর করে । এ ঘটনাকে কেন্দ্র করে ইংকি শিল্প এলাকার তার কিছু সহযোগী বন্ধুকে মোবাইলে খবর দিয়ে আনে এবং তাকে চোর বলে প্রদম প্রহর করার কথা বন্ধুদের বলা হলে এলাকায় এ খবর নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে পলিকেনিক সুত্রে অভিযোগ পাওয়া যায়, শিল্প এলাকার কিছু উশৃঙ্খল যুবক পথিমধ্যে পলিটেকনিকের অমর জ্যোতি চাকমা নামের এক শিক্ষককে দেখা মাত্র ছাত্র মনে করে বেদম প্রহর করে এবং শিল্প এলাকায় পলিটেকনিকের এক ছাত্র মেস করে বসবাস করছে তাকে দেখা মাত্র মারধর করা হয়। এ খবর ছাত্রাবাসে জানাজানি হলে রাতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

তাৎক্ষণিকভাবে বিজিবি ও পুলিশ এসে উত্তেজিত পরিস্থিতি শান্ত করে। রাত ১১টার দিকে কাপ্তাই পলিটেকনিক অধ্যক্ষ আবুদল মালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান পান্না, ইউপি চেয়ারম্যান প্রকৌঃ আবদুল লতিফ, কাপ্তাই থানার ওসি হারুন অর রশিদ চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বৈঠক করে পরিস্থিত  শান্ত করে। বৈঠকে উক্ত ঘটনার সাথে জড়িতদের আটকপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। পুলিশ রাতেই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাপ্পি(৩০) ও হেলাল(২৮) নামের দু’জনকে আটক করে।

এ ব্যাপারে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করা হয়। এ নিয়ে শিল্প এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন