কাপ্তাই হ্রদে অবৈধভাবে মৎস্য আহরণকালে জব্দকৃত  নৌকা-জাল নিলামে বিক্রয় 

fec-image

রাঙামাটির কাপ্তাই হ্রদে অবৈধভাবে মৎস্য আহরণকালে জব্দকৃত নৌকা ও জাল নিলামে বিক্রয় করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্র জব্দকৃত মালামাল  এ নিলাম কার্যক্রম করে। তিন মাস ১৫ দিন যাবত কাপ্তাই হ্রদে মাছ প্রজনের জন্য  সকল ধরনের মাছ শিকার, আহরণ ও বিক্রয় নিষেধাজ্ঞা করা হয়। বন্ধকালীন কিছু অসাধু মৎস্য শিকারি হ্রদে অবৈধভাবে মাছ শিকার করে। অবৈধ মাছ শিকারের সময় বিএফডিসি অভিযান চালিয়ে ১৯টি নৌকা, ১টি ইঞ্জিন বোট, ৩টি মাছ ধরার বড়শি ও ২ হাজার মিটার জাল জব্দ করে। এবং জব্দকৃত মালামাল নিলামে ১ লাখ ১০ হাজার ৯৯২ টাকা বিক্রয় করা হয়।

এসময় রাঙামাটির বিএফডিসি ব্যবস্থাপক লে. কমান্ডার তৌহিদুল ইসলাম, কাপ্তাই উপকেন্দ্র প্রধান মো. মাসুদ আলম ও নৌ পুলিশ উপ পরিদর্শক মো. আশরাফুল উপস্থিত ছিলেন। কাপ্তাই বিএফডিসি উপকেন্দ্র প্রধান মাসুদ আলম জানান, তিন মাস নিষেধাজ্ঞাকালীন অবৈধভাবে মাছ শিকার করার দায়ে জব্দকৃত মালামাল প্রকাশ্য নিলামে বিক্রয় করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই হ্রদ, নিলাম, নৌকা-জাল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন