কারখানায় মানুষকে চেপে ধরে মেরে ফেলল রোবট

fec-image

দক্ষিণ কোরিয়ায় একটি মরিচ প্রক্রিয়াজাত কারখানায় রোবটের হাতে পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মূলত সবজির (মরিচের) বাক্স তুলে সেগুলো কনেভয়ার বেল্টে রাখার জন্য রোবটটি তৈরি করা হয়েছে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে রোবটটির হাত ওই ব্যক্তিকে সবজির বাক্স ভেবে চেপে ধরে। এতে বুকে ও মুখে মারাত্মক জখম হন তিনি। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় তার।

বুধবার (৮ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

জানা যায়, ৪০ বছর বয়সোর্ধ্ব ওই ব্যক্তি স্থানীয় একটি রোবোটিক্স কোম্পানির কর্মী ছিলেন। সম্প্রতি দক্ষিণ গিয়াংসাং প্রদেশের কৃষি পণ্য বিতরণ কেন্দ্রে ব্যবহৃত রোবটের সেন্সর কার্যক্রম পরিদর্শন করতে গিয়েছিলেন তিনি।

রোবটটি ক্যাপসিকামভর্তি বাক্স তুলে একটি পাটাতনের ওপর রাখার কাজে ব্যবহৃত হতো। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে সেটি মানুষ এবং বাক্সের পার্থক্য ধরতে ব্যর্থ হয় এবং ওই লোককে বাক্স ভেবে ভুল করে।

রোবটের বাহু লোকটির শরীরের ওপরের অংশ কনভেয়ার বেল্টের ওপর চেপে ধরে এবং তার মুখ ও বুক পিষে দেয়।

গুরুতর আহত অবস্থায় লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাকে বাঁচানো যায়নি।

রোবটের হাতে মানুষ হতাহত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। গত মার্চে দক্ষিণ কোরিয়াতেই একটি অটোমোবাইল যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করার সময় রোবটে আটকা পড়ে গুরুতর জখম হয়েছিলেন পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি। সূত্র: এএফপি, এনডিটিভি

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন