কুতুবদিয়ায় পুকুর থেকে নারীর লাশ উদ্ধার


কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুর থেকে রাজিয়া বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আলী ফকির ডেইল গ্রামে সকালে স্থানীয়রা লাশটি পেয়ে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডা. হোছাইন মোহাম্মদ জুনায়েদ আনসারী তাকে মৃত বলে জানান।
প্রতিবেশীরা জানায়, দীর্ঘদিন প্রবাসে থাকা দক্ষিণ ধুরুং ইউনিয়নের আলী ফকির ডেইল গ্রামের ইলিয়াস আলীর স্ত্রী রাজিয়া বেগম (৩২) ভোর রাতে বাড়ির পুকুরে গোসল করতে নামেন। পরে সকাল বেলা তাকে পুকুরে ভেসে থাকতে দেখে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাজিয়ার স্বামী ইলিয়াস বলেন, তার স্ত্রীর মৃগী রোগ ছিল। মাঝে-মধ্যে মুর্চ্ছা যেতেন।
মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বলে পুলিশ খবর পেয়ে হাসপাতালে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে থানায় নিয়ে আসা হয়েছে বলে থানার ওসি মো: আরমান হোসেন জানান।