কুতুবদিয়ায় ৫ দিনেও নিখোঁজ মাঝির সন্ধান মেলেনি

fec-image

কুতুবদিয়ার অদূরে সাগরে মালবাহি কার্গো বোটের মাঝি নিখোঁজ মোস্তাক আহমদের সন্ধান মেলেনি ৫ দিনেও। বড়ঘোপ মনোহরখালী গ্রামে নিখোঁজ মাঝির পরিবারে চলছে আহাজারি। কার্গো বোটের মালিক আজিজুল হক (আজু সওদাগর) মাঝির বাড়িতে গিয়ে নগদ অর্থ প্রদান ও শোকাহত পরিবারকে শান্তনা দেয়ার চেষ্টা করছেন।

তিনি বলেন, ২৭ মে চট্টগ্রাম যাওয়ার পথে কার্গো বোটের মাঝি ঝড়ের কবলে পড়লে ঢেউয়ের থাক্কায় সাগরে পড়ে যায়। এসময় তার সহকারীও পড়ে যায়। অবশ্য সহকারী বোটে উঠতে পারলেও মাঝি মোস্তাক আহমদ হারিয়ে যায় জলে। এরপর থেকে একাধিক সন্ধানি বোট দিয়ে তাকে খোঁজা হচ্ছে। তবে জীবিত অথবা মৃত অবস্থায় মাঝি সন্ধান মিলছেনা। এমন পরিস্থিতির মাঝে ওই মাঝির পরিবারে চলছে আহাজারি। একমাত্র কর্মক্ষম ব্যক্তির হদিস না মেলায় অসুস্থ হয়ে পড়ছে পুরো পরিবার।

থানার এসআই মো. জয়নাল আবেদীন জানান, সাগরে নিখোঁজ মাঝির ব্যাপারে থানায় বোটের মালিক পক্ষ জিডি করেছেন। মালিক পক্ষ সাগরে সন্ধান অব্যাহত রেখেছেন বলে তিনি জানান। তবে এখন পর্যন্ত মাঝি ভেসে ওঠা বা কূলে আসার খবরও তারা পাননি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়ায়, নিখোঁজ মাঝি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন