কুতুবদিয়া হাসপাতালের ওয়াটার অ্যাম্বুলেন্স উদ্বোধন

fec-image

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াটার অ্যাম্বুলেন্স কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। দ্বীপের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ এই সার্ভিসটি।

মঙ্গলবার (২৮ ফেব্রয়ারি) সকাল ১১টার দিকে বড়ঘোপ স্টিমারঘাটে উপজেলা চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী উদ্বোধন করেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জজ মিত্র চাকমা, উপজলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান, থানার ওসি (তদন্ত) কানন সরকার, উপজেলা আ.লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক হাজী মো. তাহেরসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দ্বীপ কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসা ও জরুরি রোগী পরিবহনের সুবিধার্থে বিশ্ব ব্যাংকের সহায়তায় ওয়াটার অ্যাম্বুলেন্সটি সরবরাহ করা হয়। এটি নিয়মিত প্রয়োজনে জরুরি রোগী পরিবহনে কুতুবদিয়া টু কক্সবাজার, চট্টগ্রামে নৌরুটে চলাচল করবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অ্যাম্বুলেন্স, কুতুবদিয়া, হাসপাতাল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন