ক্লাসেনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়

fec-image

ক্রিকেট বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে ৪০০ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার (২১ অক্টোবর) মুম্বায়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাট করে হেনরিখ ক্লাসেনের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।

টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৪ রানে ২ বলে ৪ রান করে আউট হন কুইন্টন ডি কক। এরপর ক্রিজে আসেন রাসি ভ্যান ডুসেন। তাকে নিয়ে ১২১ রানের জুটি গড়েন রেজা হেনরিখস।

দলীয় ১২৫ রানে ৬১ বলে ৬০ রান করে আউট হন রাসি ভ্যান ডুসেন। এরপর ক্রিজে আসেন অধিনায়ক এইডেন মার্করাম। তাকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন রেজা হেনরিখস। দলীয় ১৬৪ রানে ৭৫ বলে ৮৫ রানে আউট হন হেনরিখস।

এরপর ক্রিজে আসেন হেনরিখ ক্লাসেন। তাকে নিয়ে আক্রামণাত্নক ব্যাটিং করতে থাকে অধিনায়ক এইডেন মার্করাম। দুইজনে গড়েন ৬৯ রানের জুটি। দলীয় ২৩৩ রানে ৪৪ বলে ৪২ রান করে আউট হন অধিনায়ক এইডেন মার্করাম। তার বিদায়ের পর দ্রুত ফিয়ে যান ডেভিড মিলার। ৬ বলে ৫ রান করেন তিনি।

এরপর ক্রিজে আসেন মার্কো জানসেন। তাকে নিয়ে মারমুখি ব্যাটিং করতে থাকেন হেনরিখ ক্লাসেন। মাঝে ৬২ বলে নিজের শতক পূরণ করেন হেনরিখ ক্লাসেন। দলীয় ৩৯৪ রানে ৬৭ বলে ১০৯ রান করেন হেনরিখ ক্লাসেন।

এরপর দলীয় ৩৯৮ রানে আউট হন গেরাল্ড কোয়েটজে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের পক্ষে রেস টপলি নেন ৩টি উইকেট।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন