খাগড়াছড়িতে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা

fec-image

সারা দেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়িতে আওয়ামী লীগের শান্তির শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ করেছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে পার্বত্য চট্টগ্রাম টাস্কফোস চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল শান্তির শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি সমাবেশ করে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, এম এ জব্বার, শতরূপা চাকমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেনসহ আওয়ামী লীগের অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্প্রীতি সমাবেশ থেকে নেতৃবৃন্দ দেশের বিভিন্ন স্থানে দুর্গাপূজার প্রতিমা, মন্দির, হিন্দুদের বাড়ি-ঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও হত্যার জন্য বিএনপি-জামাত জোটকে দায়ী করে বিচার দাবি করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন