খাগড়াছড়িতে এশায়াত মাহফিল অনুষ্ঠিত

paper news pic kakrachari

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শুক্রবার এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের পীর ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গাউছুল আজমের প্রতিষ্ঠিত কাগতিয়া দরবার ও সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি যুব সমাজকে ইসলামী সংস্কৃতি, অনুশাসন ও ভাবধারায় জীবন গঠনের শিক্ষা দেয়। কাগতিয়া দরবার অপসংস্কৃতি রোধে যুবকদেরকে অবসরে আল্লাহর গুণাবলী ও প্রশংসাসূচক হামদ এবং প্রিয় রাসূলের ওপর প্রেমময় নাত পরিবেশন ও শুনার শিক্ষা দেয়। পাহাড় বেষ্টিত প্রাকৃতিক মনোরম পার্বত্য শহর খাগছড়িতে স্মরণকালের বৃহৎ এ মাহফিলের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৩৭নং খাগড়াছড়ি শাখা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, পৌরসভা মেয়র মো. রফিকুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. জাহেদুল আলম, কাউন্সিলর মুহাম্মদ মাসুদুল হক মাসুদ, এ্যাডভোকেট কামাল উদ্দীন মজুমদার, এ্যাডভোকেট ফিরোজুল ইসলাম, উপাধ্যক্ষ মুহাম্মদ সাইফুল ইসলাম মহসিন, অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক অলি আহাদ, অধ্যাপক এ কে এম নাসিম উদ্দীন প্রমূখ। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া।

মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মুনিরীয়া তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সচিব মুহাম্মদ ইব্রাহিম হানফী, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসার মুহাদ্দিস কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মুহাদ্দিস মুহাম্মদ আশেকুর রহমান, মুনিরীয়া তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সহ-এশায়াত সম্পাদক মুহাম্মদ সেকান্দর আলী প্রমূখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন