খাগড়াছড়িতে কারিতাসের নেটওয়ার্ক পার্টনারস ও স্থানীয় জনপ্রতিধিদের আলোচনা সভা

khag pic 44 copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে কারিতাস-আলোঘর প্রকল্প’র আয়োজনে নেটওয়ার্ক পার্টনারস ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় কারিতাস অফিস মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় খাগড়াছড়ি আইসিডিপি’র জুনিয়র কর্মসূচির কর্মকর্তা কিশোর ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য ও আলোচনা সভার লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করেন আলোঘর প্রকল্প’র এরিয়া কো-অর্ডিনেটর মো: মোজাম্মেল হক। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল লতিফ । আলোচনা সভা সঞ্চালনা করেন আলোঘর প্রকল্পের শিক্ষা সুপারভাইজার অংগ্য মারমা ও আনিশিতোস পানজি।

বিশেষ অতিথি ছিলেন ৩নং গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা। এছাড়াও খাগড়াছড়ি টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. তৌহিদুল ইসলামসহ এলাকার জনপ্রতিনিধিগন, স্কুল শিক্ষক, এনজিও প্রতিনিধি, কারিতাস আইসিডিপি, ক্লেভ, এমটিটিপি, আলোর দিশারী  প্রকল্পের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রকল্প বিষয়ক ধারণাপত্র ও উল্লেখযোগ্য কার্যক্রম প্রতিবেদন পাঠের মধ্য দিয়ে সভার মূল কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে মুক্ত আলোচনা, মতামত প্রদান, প্রশ্ন জিজ্ঞাসা ও বক্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আলোঘর প্রকল্প’র এরিয়া কো-অর্ডিনেটর মো. মোজাম্মেল হক।

বক্তব্যে বক্তারা বলেন,যেখানে সরকারি বিদ্যালয় নেই অথচ পাহাড়ি দূর্গম এলাকায় কারিতাস আলোঘর প্রকল্প দরিদ্র ও পিছিয়েপড়া প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে তা নি:সন্দেহে প্রশংসার দাবিদার।

পরিশেষে অদ্যকার সভার প্রধান অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিশেষ অতিথির বক্তব্যে গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, আগামীতে যে কোন ধরণের সহায়তা প্রয়োজন হলে সার্বক্ষনিক সহায়তার দরজা খোলা থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন