খাগড়াছড়িতে পুলিশের করোনা সচেতনতা কর্মসূচি

fec-image

খাগড়াছড়িতে সাধারণ জনগণের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে মাইকিং ও মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশ। রোববার (২১ মার্চ) সকালে খাগড়াছড়ি সদর থানার উদ্যোগে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সদর সার্কেলের এএসপি জিনিয়া চাকমা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ রশিদ এ সময় উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি বাজারের ক্রেতা বিক্রেতা, পথচারী ও যাত্রীদের মাঝে এ সময় মাস্ক বিতরণ ও করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে জনগণকে অবহিত করতে মাইকিং করা হয়। একইভাবে জেলার সবগুলো উপজেলায়ও পুলিশের করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়। অপর দিকে জেলা প্রশাসনের উদ্যোগে চলছে ভ্রাম্যমান আদালত।

করোনা বিস্তার প্রতিরোধে সর্তক হওয়ার আহ্বান জানিয়ে সরকার ঘোষিত নির্দেশনা পালন করতে সকলকে অনুরোধ জানান পুলিশ কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা, খাগড়াছড়ি, পুলিশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন