খাগড়াছড়িতে প্রতিপক্ষের হামলায় ইউপি মেম্বার কালিবন্ধু ত্রিপুরা নিহত ও আহত সাত

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির দূর্গম থলিপাড়ায় এলাকায় পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের হামলায় খাগড়াছড়ি সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার ও হত্যা মামলার আসামী কালিবন্ধু ত্রিপুরা নিহত হয়েছে। দীর্ঘ প্রায় দুই বছর পর নিজ বাড়ীতে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত কালি বন্ধু ত্রিপুরার পরিবারের নারী ও শিশুসহ আরো ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের আশংকাজনক বলে জানা গেছে। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও আহতরা জানায়, দীর্ঘ প্রায় দুই বছর পর তারা স্ব-পরিবারে চাঁদের গাড়ী ও মোটর সাইকেলে করে গ্রামে ফেরার পথে নিহার বিন্দু ত্রিপুরার নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসী তাদের উপর ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়।

এ সময় ঘটনাস্থলে প্রাণ হারায় ইউপি মেম্বার কালি বন্ধু ত্রিপুরা। হামলায় কালি বন্ধু ত্রিপুরার স্ত্রী রেমা প্রতি ত্রিপুরা(৫৭), ছেলে প্রদীপ ত্রিপুরা (২৪),যত্ন বিকাশ ত্রিপুরা(৩০), আত্মীয় অরুনা ত্রিপুরা(৩৫), রুপবালা ত্রিপুরা(৩৫), বিদ্যা রতন ত্রিপুরা(৩৫) ও উৎপল ত্রিপুরা(০৮) আহত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন এ হত্যাকাণ্ডকে পূর্ব শক্রতার জের হিসেবে দাবী করে বলেন, হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, আধিপত্য বিস্তার নিয়ে ২০১৭ সালের ১১ মে সন্ধ্যায় থলিপাড়ায় প্রতিপক্ষের চিরঞ্জিত ত্রিপুরা (৫৫) ও তার পুত্র কর্ণ ত্রিপুরা (৩০) নিহত হয়। সে সময় আহত হয় চিরঞ্জিত এর স্ত্রী ভবেলক্ষী ত্রিপুরা (৪৫)ও পুত্রবধূ বিজলী ত্রিপুরা (২৮)। সে হত্যাকাণ্ডে কালিবন্ধু ত্রিপুরা কারাভোগের পর জেলা শহরের পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন