খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপসহ শিক্ষা উপকরণ বিতরণ

Khagrachari Pic 02 (2) copy

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী  শিক্ষকদের মান সম্মত শিক্ষাদান ও  শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগি হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, শিক্ষা এমন একটি সম্পদ যা অর্থ দিয়ে কেনা যায় না।

তিনি বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের মহালছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপসহ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

বিদ্যালয় পরিচালা কমিটির সভাপতি জ্ঞান রঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি ত্রিপুরা ও সদর উপজেলা  সহকারী শিক্ষা অফিসার বেলা রানী দাশ।

একই দিনে সকালে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী জেলা সদরের ঠাকুরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়েও শিক্ষা উপকরণ বিতরণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন