খাগড়াছড়িতে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় উদযাপিত হলো শুভ জন্মাষ্টমী

দুলাল হোসেন,খাগড়াছড়ি:

অবতার শ্রী কৃষ্ণের ৫২৩৯ তম শুভ জন্মাষ্টমী আজ। বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় খাগড়াছড়িতে দিবসটি উদযাপন করছে ধর্মপ্রাণ হিন্দু ধর্মাবলম্বীরা। সে সাথে জন্মাষ্টমীর এই আনন্দে সামিল হয়েছে প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। জন্মাষ্টমী উপলক্ষ্যে খাগড়াছড়ি কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আজ (বুধবার) সকালে জেলা শহরের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির হতে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা পুরো খাগড়াছড়ি শহর ঘুরে পুনরায় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে এসে শেষ হয়।

এসময় মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা ও হাজার হাজার ধর্মপ্রাণ হিন্দু ধর্মাবলম্বীরা মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়। প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা জাতীয় পতাকা ও মন্দিরের প্রধান পুরোহিত ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক স্বপন দেবনাথের সভাপতিত্বতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, বিশেষ অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ মাসুদ করিম, খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর রুবায়াৎ হাসান, এসপি সার্কেল কানন দেবনাথ, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি পৌর মেয়র মোঃ রফিকুল আলম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য্য, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বিধান কানুনগো (পিপি), মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি আশীষ কুমার ভট্টাচার্য্য, কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব স্বপন চৌধুরী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা, খাগড়াছড়ি জেলার সকল ধর্মলম্বীদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে সকলের প্রতি অনুরোধ জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন এবং শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে গৃহীত অনুষ্ঠান মালার দ্বিতীয় দিনেও সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

এছাড়াও জন্মাষ্টমী উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, আজ (বুধবার) দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে। রাত ৮টা ৩০মিনিটে মহাজনীয় ভজনকীর্তন, শ্রী শ্রী জন্মাষ্টমী র্শীষক আলোচনা ও মাল্টিমিডিয়া প্রজেক্টেরের মাধ্যমে শ্রীকৃষ্ণের আর্বিভাব বিষয়ক সংক্ষিপ্ত চলচ্চিত্র প্রদর্শনী (পরিবেশনায়- আর্ন্তজাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন, খাগড়াছড়ি পার্বত্য জেলা), রাত ১২টায় শ্রী কৃষ্ণের পূজা। উক্ত অনুষ্ঠান মালায় সকল সনাতন ধর্মাবলম্বী নর-নারীকে উপস্থিত থাকার জন্য জন্মাষ্টমী উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক স্বপন চন্দ্র দেবনাথ ও সদস্য সচিব স্বপন চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

অপরদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি যতীন্দ্র লাল ত্রিপুরা এমপি ও সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য এক যৌথ বিবৃতিতে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন