খাগড়াছড়িতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও নাশকতা বিরোধি সভা অনুষ্ঠিত

Khagrachari Picture(01) 03-08-2016 copy

নিজস্ব প্রতিবেদক:

যে কোন মূল্যে জঙ্গীবাদ ও সন্ত্রাস রুখার প্রত্যয় নিয়ে খাগড়াছড়ি জেলার  সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ হয়েছে। শনিবার সকাল ১১টায় এক যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশ খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে.কর্ণেল হাসান মাহমুদ, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মো: মজিদ আলীসহ শিক্ষার্থী ও অভিভাবকরা বক্তব্য রাখেন। এছাড়াও এসব কর্মসূচীগুলোতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।

শনিবার সকালে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও নাশকতা বিরোধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, কলেজের অধ্যক্ষ মো. শাহ আলমগীর প্রমূখ। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সচেতনমূলক সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা নির্মল চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত চাকমা প্রমূখ। খাগড়াছড়ি আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন।

গুইমারা উপজেলার সেনাবাহিনী পরিচালিত মুশফিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাকিম উদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর রকিবুল হাসান। অন্যন্যের মধ্যে গুইমারা সাব জোন কমান্ডার মেজর আমিন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়েরুল হক, হাফছড়ি ইউপি চেয়ারম্যান উষ্যেপ্রু মারমা, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. ইউসুফ, খাগড়াছড়ি দক্ষিনাঞ্চল প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

রামগড় গণিয়াতুল উলুম সিনিয়র মাদ্রাসা, রামগড়  সরকারি উচ্চ বিদ্যালয় ও রামগড়  বালিকা উচ্চ বিদ্যালয়ে  পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত  মতবিনিময় সভায়  রামগড়  উপজেলা নির্বাহি অফিসার মো: ইকবাল হোসেন ও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: মাইন উদ্দিন খান মূখ্য আলোচক ছিলেন। রামগড়  বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব  করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি  ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি  মো: মোস্তফা হোসেন। প্রধান অতিথি  ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মো: ইকবাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাক্তার মো: জাহিদুল ইসলাম, থানার অফিসার্স ইনচার্জ মো: মাইন উদ্দিন খান, অব: শিক্ষা কর্মকর্তা  রামেশর শীল। এ ছাড়া অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি চাকমা, সাংবাদিক  মো: নিজাম উদ্দিন লাভলু ও ছাত্রী  অভিভাবক শাহ আলম বক্তব্য  দেন।

দিঘীনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশাপূর্ণ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিঘীনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম জাবেদ, ইউপি সদস্য ঘনশ্যাম ত্রিপুরা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোফাজ্জ্বল হোসেন এবং প্রিয় বসু ত্রিপুরা প্রমূখ।

এ সকল সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ অংশ নেন। সভা থেকে জঙ্গি, সন্ত্রাস এবং সব ধরনের নাশকতার বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন। পাশপাশি যেকোন ধরনের তথ্য আইনশৃঙ্খলাবাহিনীকে দেয়ার অনুরোধ জানানো হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন