খাগড়াছড়িতে মৎস্য সেক্টরের বর্তমান অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে মৎস্য বিভাগের মতবিনিময় সভা

দুলাল হোসেন, খাগড়াছড়ি:
পার্বত্য খাগড়াছড়িতে আজ মৎস্য সেক্টরের বর্তমান অবস্থা ও উন্নয়নের উপায় বিষয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে জেলা মৎস্য কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকতা মো. সফিকুর রহমান এখানকার মৎস ক্ষেত্রের সার্বিক বিষয় তুলে ধরেন।

আগামী বছরে এঅঞ্চলের জলাশয় ও ল্রেকগুলোকে মাছে ভরে দিতে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন পরিকল্পনার কথা জানান। মৎস্য কর্মকতা পার্বত্য অঞ্চলের জন্য সরকারের ৬৮কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন উল্লেখ করে সহসা এর কাজ শুরু করবেন বলে জানান। এছাড়া জেলায় ফরমালিন মুক্ত মাছের বাজারজাত নিশ্চিত করতে অব্যবহারযোগী জলাশয়গুলোকে মৎস্যক্ষেত্রে পরিণত করতে আহ্বান জানান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা মৎস কর্মকতা সরোজ কুমার ত্রিপুরা ও নিরোদ বরণ চাকমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন