খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

M_3

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি :
    খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রুয়ারি। প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে খাগড়াছড়ি জেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে জেলা প্রশাসক মো: মাসুদ করিম ও  জেলা পুলিশ সুপার শেখ মিজানুর রহমানের পুলিশ প্রশাসন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারী,বেসরকারী প্রতিষ্ঠান নানা কর্মসুচী হাতে নিয়েছে। সকাল থেকে প্রভাত ফেরীসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।  

এছাড়াও দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ও ভবনে অর্ধনমিত রেখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিনের বিভিন্ন সময়ে শহীদ সামসুজ্জোহা পার্কে আলোচনা সভা ও ভাষা সৈনিকদের সংবর্ধনা প্রদান, ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পকলা একাডেমীতে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন