খাগড়াছড়ি পৌর আবাসন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার প্রধান প্রকৌশলী

fec-image

জিওবি (GOB), এডিবি (ADB) ও OFID এর অর্থায়নে এলজিইডি’র অধীনে খাগড়াছড়ি পৌরসভায় বাস্তনায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (UGIP-III) কার্যক্রম পরিদর্শন ও অগ্রগতির বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে পৌর শহরের কুমিল্লা টিলা বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্প পরিদর্শন করেন।পরে শালবাগান বেগম ফজিলাতুন্নেছা পৌর আবাসন প্রকল্প পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে পৌর কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল ঢাকার প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত প্রকৌশলী এনামুল হক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, প্রকল্প পরিচালক একেএম রেজাউল ইসলাম, খাগড়াছড়ির এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. রকিবুল ইসলাম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, অতিরিক্ত প্রকৌশলী রেবেকা হাসান, খাগড়াছড়ি পৌর সচিব পারভীন খন্দকার , পৌর মেয়র (ভারপ্রাপ্ত) প্যানেল মেয়র ১ মো. শাহ আলম, প্যানেল মেয়র ২ পরিমল দেবনাথ ছাড়াও কাউন্সিলর মো. মানিক পাটোয়ারি, মো. রেজাউল করিম, অতীশ চাকমা, মো. আব্দুল মজিদ, শাহেদা আক্তার, রিটন চাকমা, বাচ্ছু মণি চাকমাসহ আরো অনেকে ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এলজিইডি, খাগড়াছড়ি, পরিদর্শন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন