সংযোগ সড়কের মাটি সরে কালভার্ট ধ্বস: কাউখালী-কাশখালী সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন

fec-image

বৃষ্টির কারণে সংযোগ সড়কের মাটি সরে কালভার্ট ধ্বসের কারণে কাউখালী-কাশখালী সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলা সদর থেকে মাত্র দু’কিলোমিটারের মধ্যে ব্যস্ততম এ সড়কে গত তিনদিন ধরে গাড়ি চলাচল সম্পুর্ণ বন্ধ থাকলেও জানে না এলজিইডি’র কোন কর্মকর্তা।

উপজেলা প্রকৌশলী পরিতোষ দে জানান, এ সড়কে যোগাযোগ ব্যবস্থা বন্ধ এমন তথ্য আমার কাছে ছিলো না। বিষয়টি আপনার কাছ থেকে শুনেছি। যোগাযোগ স্বাভাবিক করতে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরেজমিন ঘুরে এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ১১ সেপ্টেম্বর রাতে বৃষ্টিতে কাউখালী-কাশখালী সড়কের মসজিদ মার্কেট এলাকার কালভার্টের সংযোগ সড়কের মাটি সরে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ফলে কালভার্ট ধ্বসে পড়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পুর্ণ বন্ধ রয়েছে।

যানবাহনের পাশাপাশি সাধারণ মানুষের চলাচলও একরকম বন্ধ রয়েছে। স্থানীয় উদ্যোগে কাঠের খুটি দিয়ে কোন মতে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তাতে ঝুঁকি নিয়ে দৈনিক শত শত মানুষ চলাচল করছে।

সড়কটি বন্ধ থাকায় দূর্গম অঞ্চলের মানুষের কষ্টের সীমা নাই। এ সড়কে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন এমন শতাধিক ড্রাইভার এক রকম বেকার সময় পার করছেন বল্লেও চলে।

এলাকাবাসী এলজিইডি’র এমন কর্মকান্ডে চরম ক্ষুব্ধ। তারা কালভার্ট মেরামতের মাধ্যমে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এলজিইডি, কালভার্ট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন