বান্দরবানে পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিতে কাজ করছে এলজিইডি

fec-image

পার্বত্য জেলা বান্দরবানের পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিতে কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে বান্দরবানের কাইস তলি ইউনিয়নে টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র আয়োজনে রামদা খাল পাবসস নারী সদস্যদের মাঝে বেকারত্ব দূরীকরণে ১৫টি সেলাই মেশিন বিতরণ করা হয় ।

রামদা খাল (পাবসস) নারী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ও ইউপি মেম্বার মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, অন্তিক দাস , উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান, কমিউনিটি অর্গানাইজার দেশপ্রিয় বড়ুয়া, সদর সার্বিয়ার ক্যাসিং মারমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, পার্বত্য বান্দরবানের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় ২৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে আজ ১৫ জন মহিলার মধ্যে ১৫টি সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও পার্বত্য বান্দরবানের পিছিয়ে পড়া সকল গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর । এজন্য অতিথিরা এলাকাবাসীসহ বিভিন্ন সমবায় সমিতির আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এলজিইডি, নারী, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন