খাগড়াছড়ি বিভিন্ন স্থানে দালাল ও প্রতিক্রিয়াশীলদের কুশপুত্তলিকা দাহ

প্রেসবিজ্ঞপ্তি:

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামের দালাল-প্রতিক্রিয়াশীলদের বিভিন্ন স্থানে কুশপুত্তলিকা দাহ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা ।

বৃহস্পতিবার (১২এপ্রিল) সকাল ৭টায় খাগড়াছড়ি জেলা সদরের উত্তর খবংপুয্যাস্থ চেঙ্গী নদীতে বৈসাবি উৎসব উপলক্ষে ফুল ভাসানোর সময় তারা এ কুশপুত্তলিকা দাহ করে।

এসময় উপস্থিত সকলের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা।

তিনি বলেন, আজ থেকে পার্বত্য চট্টগ্রামে এমন এক পরিস্থিতিতে পাহাড়ি জাতিসত্তাসমূহের প্রধান উৎসব বৈসাবি শুরু হচ্ছে যেখানে পাহাড়ি জনগণ উৎসবমুখর হয়ে বৈসাবি পালন করার মত উপযোগী পরিবেশ নেই।

তিনি বৈসাবি’র মাধ্যেমে সকল ধরণের বিভেদ বৈষম্য ভুলে ঐক্য ভ্রাতিত্ব বন্ধনে আবদ্ধ হয়ে জাতির অস্তিত্ব রক্ষার আন্দোলনকে জোরদার করার জন্য জাতি সম্প্রদায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন,  পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি তপন চাকমা ও পিসিপি অন্যান্য নেতা-কর্মীরা।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন