গাজায় ইসরায়েলিদের অবিরাম বোমাবর্ষণে বাড়ছে নিহতের সংখ্যা

fec-image

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় গত ৭ অক্টোবর থেকে হামলা চালিয়েছে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে গাজায় নিহতের সংখ্যা ১০ হাজার ৮০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ২৫ হাজারের বেশি।

আজ শুক্রবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে চার হাজার ৪০০ জনের বেশি শিশু। এ ছাড়া নিহতদের মধ্যে আছেন কয়েক হাজার নারী।

গাজা থেকে ইসরায়েল অভিমুখে গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালায় হামাসের যোদ্ধারা। হামাসের দাবি, মাত্র ২০ মিনিটের মধ্যে তারা ইসরায়েল অভিমুখে পাঁচ হাজার রকেট ছুড়েছে। সেইসঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছে এক হাজার ৪০০। আহত হয়েছে তিন হাজারের বেশি। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকদের আশঙ্কা, সহসাই এ যুদ্ধ থামছে না।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) যোগাযোগ বিষয়ক পরিচালক জুলিয়েট টোওমা বিবিসিকে বলেছেন, গাজার পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। ইউএনআরডব্লিউএ এই মুহূর্তে তাদের ১৫০টি আবাস থেকে ৭ লাখের বেশি লোককে সাহায্য করছে বলে জানান মিজ টোওমা।

বিবিসি নিউজ চ্যানেলকে তিনি বলেন, তার কলিগের মৃত্যুর সংখ্যাও বাড়ছে, যা এই মুহূর্তে ৯৯ জনে এসে দাঁড়িয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন