গাজায় ইসলাইলি বর্বরতা প্রচারকারী ফেসবুক পেজগুলো বন্ধ করে দেয়া হচ্ছে

fec-image

জিও নিউজ জানিয়েছে নিরীহ গাজাবাসীর ওপর অবৈধ দখলদার রাষ্ট্র ইসলাইলের বর্বর হামলার ঘটনা ফেসবুকের যেসব পেজে প্রচার করা হচ্ছে, সেসব পেজ বন্ধ করে দেয়া হচ্ছে। শনিবার (১৪ অক্টোবর) পত্রিকাটি জানায়, এরই মধ্যে গাজা ও ফিলিস্তিনিদের সংবাদ প্রচারকারী ‘কুদস নিউজ নেটওয়ার্কে’র ফেসবুক পেজ বন্ধ করে দেয়া হয়েছে।

তবে মেটার কাছে এই ঘটনার তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে সংবাদ সংস্থা ‘কুদস নিউজ নেটওয়ার্ক’।

এদিকে, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে হতাহতের সর্বশেষ পরিসংখ্যান মতে- এখন পর্যন্ত গাজায় অন্তত ২ হাজার ২১৫ নিহত এবং ৭ হাজার ৭১৪ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৭২৪টি শিশু রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

অপরদিকে, ইসরাইলি নিহতের সংখ্যা ১ হাজার ৩০০-তে পৌঁছেছে এবং আহত হয়েছে ৩ হাজার ৪০০ জন।

উত্তর গাজা থেকে হাজারো মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে। মানবাধিকার পর্যবেক্ষকরা এটাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন।

সূত্র : আলজাজিরা ও জিও নিউজ

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন