গুইমারা কলেজ পরিদর্শনে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ

22.08.2015_Guimara College VISIT News Pic

সিনিয়র স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়ির নবসৃষ্ট গুইমারা উপজেলায় চলতি শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত গুইমারা কলেজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ।

শনিবার দুপুরের দিকে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহমেদ পিএসসি-কে সাথে নিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ কলেজের অস্থায়ী ক্যাম্পাসে গেলে তাদেরকে সেখানে স্বাগত জানান সিন্ধুকছড়ি জোন কমান্ডার ও কলেজ গভর্নিং বডির সভাপতি লে. কর্ণেল মো: রাব্বি আহসান পিএসসি ও গুইমারা কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, লক্ষীছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মো: আবদুল বাতেন খান, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ রিয়াজুল কবীর পিএসসি, রামগড় জোন অধিনায়ক লে. কর্ণেল এম জাহিদুর রশীদ, রামগড় উপজেলা চেয়ারম্যান মো: শহীদুল ইসলাম ভুইয়া ফরহাদ, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্যাগ্য মারমা, লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপারজ্যোতি চাকমা, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমানসহ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ।

কলেজ পরিদর্শনকালে তিনি কলেজ প্রতিষ্ঠায় সেনাবাহিনী তথা গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ পিএসসি‘র ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এ কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেনাবাহিনী এ অঞ্চলে উচ্চ শিক্ষার দুয়ার খুলে দিলো। তিনি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালনাসহ কলেজের সার্বিক শিক্ষা ব্যাবস্থায় সন্তোষ প্রকাশ করেন।

পরে তিনি কলেজের শ্রেণি কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষক ও অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের ভিশন ২০৪১ বাস্তবায়নে নিজেদেরকে যোগ্য ও মেধাবী হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

প্রসঙ্গত, পাহাড়ের উগ্রসাম্প্রদায়িক সশস্ত্র সংগঠনগুলোর বাধার মুখে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহমেদ পিএসসি‘র নেতৃত্বে সেনাবাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় গুইমারা কলেজ প্রতিষ্ঠিত হয়। গেল ২৩ জুলাই ‘গুইমারা কলেজ‘র শ্রেণী কার্যক্রমের উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহমেদ পিএসসি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। এর আগে ১৭ জুন গুইমারা কলেজের অস্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো: সফিকুর রহমান, এসপিপি, এএফডব্লিওসি, পিএসসি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন