গুনগত ও মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই: কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

05-10-2016_khagrachari-news-pic

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষিত জনগোষ্ঠি ছাড়া পাহাড়ের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, গুনগত মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই। শিক্ষিত জনগোষ্ঠিই একদিন মানবসম্পদে পরিনত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। শিক্ষা ক্ষেত্রে সমতলের বিভিন্ন জেলার ছাত্র-ছাত্রীদের সাথে তাল মিলিয়ে পাহাড়ের ছাত্র-ছাত্রীরাও সমানভাবে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার বেলা ১২টার দিকে তবলছড়ি গ্রীনহিল কলেজের নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক নবীন-বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে এবং অন্যদের তা জানাতে হবে। বঙ্গবন্ধু কণ্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। দেশের অনেক স্কুল-কলেজ সরকারীকরণ করা হয়েছে। যা অতীতে কেউ করতে পারেনি।

অনুষ্ঠানে যামিনীপাড়া জোন অধিনায়ক লে. কর্ণেল মো: মাহমুদুল হক, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, সাধারন সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তবলছড়ি গ্রীনহিল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: জাকির হোসেন নবীন-বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার সহধর্মিনী মিসেস মল্লিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য এ্যাড. আশুতোষ চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, আবদুল জব্বার, শতরুপা চাকমা, নিগার সুলতানা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো: হারুনুর রশীদ ফরাজী, সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র মো: আলাউদ্দিন লিটনসহ প্রমূখ।

এছাড়াও তবলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবদুল কাদের, বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আকবর, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলামসহ স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি, ছাত্র-ছাত্রী অভিভাবকগন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন