চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

fec-image

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস-পিকআপ (ডাম্পার) গাড়ির মুখোখুখি সংঘর্ষে মিজানুর রহমান(২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরো ৮ জন গুরুতর আহত হয়। মালুমঘাট হাইওয়ে পুলিশ আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার মহাসড়কের খুটাখালীস্থ মেদাকচ্ছপিয়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত মিজানুর রহমান উপজেলার খুটাখালীর ৬ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া হরিখোলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

ওই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৮ জনের মধ্যে তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর জন্য তাদের পরিচয় জানা য়ায়নি। তবে আহতদের পিকআপ (ডাম্পার) গাড়িতে থাকা এক ব্যক্তি খুটাখালী পূর্বপাড়া হরিখোলা গ্রামের আলতাজ আহমদের ছেলে নুরুল ইসলাম বলে পরিচয় পাওয়া যায়।

সড়ক দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মেদাকচ্ছপিয়া এলাকার বাসিন্দা ও স্থানীয় জনপ্রতিনিধি ছলিম উল্লাহ জানান, মহাসড়কে লবণ বোঝাইকৃত গাড়ি থেকে লবণাক্ত পানি পড়ার কারণে খুবই পিচ্ছিল হয়ে যায়। কোন গাড়ির চালক সহজে ব্রেক করলেই গাড়ি দুর্ঘটনা পতিত হয়। এছাড়াও গত কয়েকদিন ধরে ঘন-কুয়াশার কারণে সড়ক পিচ্ছিল হয়ে গেছে। যার কারণে বৃহস্পতিবার রাতে একটি গাড়ি আরেকটি গাড়িকে ওভারটেক করে যাওয়ার পথে কক্সবাজারগামী যাত্রীবাহী পিকনিক বাসের সাথে চকরিয়ামুখি পিকআপ (ডাম্পার) গাড়ির মুখোখুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ডাম্পার গাড়ির এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যায়। এসময় ডাম্পার গাড়ির আরেকজন ও বাসের চালকসহ ৭-৮ জন যাত্রী কমবেশি আহত হয়। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

ঘটনার ব্যাপারে মালুমঘাট হাইওয়ে থানার এসআই জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজন নিহত ও কয়েকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া, নিহত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন