চকরিয়ায় মহাসড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

chakaria-pic-30-09-16
চকরিয়া প্রতিনিধি :
চকরিয়ার ডুলাহাজারা স্টেশন এলাকায় দুই পাশের ফুটপাত দখলে নিয়ে গড়ে তোলা অন্তত ২০টি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই পাশ এখন অনেকটা ফাঁকা হওয়ায় যানজট কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা স্টেশনে দীর্ঘদিন ধরে গড়ে উঠা অবৈধ স্থাপন উচ্ছেদ অভিযান শুরু করে শুক্রবার সকালে। এই অভিযান চলে বিকেল পর্যন্ত।

স্থানীয়রা জানান, মহাসড়কের দুইপাশে দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা নির্মাণ করে দিব্যি ব্যবসা চালিয়ে আসছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে বাজারে আগত ক্রেতা সাধারণ ও মহাসড়কে যান চলাচলে মারাত্মকভাবে বিঘ্ন ঘটছিল। এতদিন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের কাছে দাবি জানালেও তা আমলে নেওয়া হয়নি। শেষপর্যন্ত শুক্রবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেয় মহাসড়কের মালুমঘাট হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, অভিযানের সময় ডুলাহাজারা বাজারের মহাসড়কের দুই পাশ থেকে অন্তত ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তন্মধ্যে ফলের দোকান, মাংসের দোকান, পানের দোকানসহ নানা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

মালুমঘাট হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আশিকুর রহমান জানান, ডুলাহাজারা স্টেশনের অবৈধ স্থাপনার কারণে প্রতিনিয়ত যানজট লেগে থাকতো। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে মহাসড়কে যানজট কমে এসেছে

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন