টায়ারে আগুন ও বিক্ষোভ মিছিলের মধ্যদিয়ে রাঙামাটিতে ৭২ ঘন্টা হরতালের ২য় দিন পালিত

Rangamati Hortal Pic-19.06.13

আলমগীর মানিক,রাঙামাটি:
শহরের বিভিন্ন এলাকার প্রধান সড়কের রাস্তায় টায়ার জ্বালিয়ে, ইট পাথর ফেলে ও বিক্ষোভ মিছিলের মধ্যদিয়ে রাঙামাটিতে পালিত হচ্ছে বাঙ্গালী সংগঠনগুলোর ডাকা ৭২ ঘন্টা হরতালের দ্বিতীয়দিন। সকাল থেকেই হরতালের সমর্থনে শহরের বিভিন্ন পয়েন্টে হরতাল সমর্থক পিকেটারদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। শহরের রাজবাড়ি, রিজার্ভ বাজার, কলেজ গেইট, কাঠাঁলতলীতে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলের পাশাপাশি রাস্তায় টায়ারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। টানা হরতালের কারনে শহরের দোকানপাঠ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

শহরের স্কুল কলেজ খোলা থাকলেও উপস্থিতি কম দেখা গেছে। নিরাপত্ত্বা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। বুধবার দুপুরে হরতালের সমর্থনে বনরূপা বাজারে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষধদ ও পার্বত্য নাগরিক পরিষদের নেতাকর্মীরা।

এছাড়া ৭২ ঘন্টা হরতালের দ্বিতীয়দিন আজ বুধবার রাঙামাটি শহরে সাপ্তাহিক হাটবার হওয়ায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রান্তিক জনগোষ্ঠীর জনদূর্ভোগ ছিল লক্ষণীয়। টানা ৭২ ঘন্টা হরতাল এর পাশাপাশি প্রচন্ড তাপদাহের কারনে সৃষ্ট গরমের তীব্রতায় প্রায় অচল হয়ে পড়েছে পার্বত্য জেলা রাঙামাটির জনজীবন।

এদিকে পার্বত্যাঞ্চলের সাম্প্রতিক বিরাজমান পরিস্তিতি নিয়ে আগামীকাল বৃহস্পতিবার বেলা এগারটায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে জরুরী সাংবাদিক সম্মেলন ডেকেছেন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শ্রী জ্যাতিরিন্দ্র বোধিপ্রীয় সন্তু লারমা। সাংবাদিক সম্মেলনে সন্তু লারমা পার্বত্য চট্ট্রগামের সাম্প্রতিক বিরাজমান পরিস্থিতি নিয়ে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের কাছে নিজের অবস্থান ব্যাখা করবেন বলে কথা জানাগেছে আঞ্চলিক পরিষদ সূত্রে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন