টেকনাফে ইয়াবা ও বিদেশী বিয়ার জব্দ, নারী পাচারকারী আটক

Teknaf Pic 19.02.2015 (saja)টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক নারী পাচারকারীকে আটক ও মিয়ানমারের ১২৯৬ ক্যান আন্দামান গোল্ড  বিয়ার জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার ভোর রাতে নাফনদী হয়ে বিয়ারের চালান আসার গোপন সংবাদে দমদমিয়া বিওপির জওয়ানরা নায়েব সুবেদার আলমগীরের নেতৃত্বে অভিযান চালিয়ে ১২৯৬ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করতে সক্ষম হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি কাঠের নৌকাও জব্দ করা হয়। বিজিবির অবস্থান টের পেয়ে পাচারকারীরা নদীতে লাফিয়ে পড়ে মিয়ানমার সীমান্তের দিকে ছটকে পড়ে। ফলে কাউকে আটক করতে পারে নি বিজিবি।

অপরদিকে একই দিন সকাল ৭ টায় হোয়াইক্যং বিওপির জওয়ানরা কক্সবাজারগামী একটি যাত্রীবাহী স্পেশাল সার্ভিসে যাত্রীর দেহ তল্লাশী চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ রোজিনা (২০) নামে এক নারী পাচারকারীকে আটক করে। সে হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়ার সামিরের স্ত্রী। পরবর্তীতে তাকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিনের কাছে সোপর্দ করা হলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

টেকনাফ ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন